
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلوة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما
بعد
সকল প্রসংশা সেই মহান মাবূদের দরবারে, যার অপার অনুগ্রহে আমরা খরিদিচর
সিনিয়র আলিম মাদরাসার ওয়েব পোর্টালের শুভযাত্রা শুরু করতে পেরেছি। বর্তমান যুগ হলো
বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির যুগ। একটি অধুনিক ও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে হলে
শিক্ষার সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। ওয়েব পোর্টালে প্রতিষ্ঠানের
যাবতীয় তথ্য হালনাগাদ এবং সকলের জন্য উন্মুক্ত থাকে। তথ্য জানার অধিকার সকলের রয়েছে।
একজন শিক্ষার্থী তার নিজের অথবা একজন অভিভাবক তার সন্তানের প্রতিষ্ঠান সম্পর্কে
যাবতীয় তথ্যাদি জানতে পারবে – এটি তার মৌলিক অধিকার বলে আমি মনে করি। খরিদিচর
সিনিয়র আলিম মাদরাসার ওয়েবপোর্টাল চালু হওয়ার ফলে এখন থেকে সকলেই ঘরে বসে
মাদরাসার যাবতীয় তথ্যাদি পেতে পারবেন। ঘরে বসেই অথবা বিদেশে অবস্থানরত অভিভাবকগণ
তাদের সন্তানদের একাডেমিক পারফরমেন্স সরাসরি দেখতে পাবেন। এছাড়া ওয়েব পোর্টালের
মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এতে মাদরাসার গতি উত্তরোত্তর
আরো বৃদ্ধি পাবে। সচেতন অভিভাবকমহলের গঠনমূলক পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা
আমাদের পথচলা সহজ করে তুলবে, ইনশা আল্লাহ। সবশেষে সর্বমহলের আন্তরিক সহযোগিতা ও
নেক দোয়া কামনা করছি। আমীন।
ধন্যবাদান্তে
আপ্তাব উদ্দিন আল ফারুক
অধ্যক্ষ
খরিদিচর সিনিয়র আলিম মাদরাসার
মোবাইলঃ 0130912990