
খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসা, ছাতক উপজেলার একটি প্রাচীন মাদ্রাসা, ইবতেদায়ী ১ম শ্রেণি
হইতে আলিম পর্যšত্ম পাঠদান করা হয়। পাঁচশত বাষট্টি (৫৬২) জন শিড়্গার্থী অধ্যয়নরত । মাদ্রাসার সীমানা
প্রাচীর, একটি টিউবওয়েল, ছাত্র-ছাত্রীর পৃথক শৌচাগার ও মাদ্রাসার চারপাশে ছোট বড় শতাধিক গাছ আছে ।
মাদ্রাসায় একটি আধাপাকা বিল্ডিং ও একটি দ্বিতল টিনসেট বিল্ডিং আছে।
প্রতিষ্ঠাকালঃ ০১/০১/১৯৫৭ ইংরেজী
ইতিহাসঃ
খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসা সুনামগঞ্জ জেলাধীন শিল্পনগরী ছাতক উপজেলার চরমহলস্না ইউনিয়নের খরিদিচর
গ্রামে ছাতক – জাউয়া সড়কের উত্তর পাশে একটি মনোরম স্থানে অবস্থিত । এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের অক্লাšত্ম
প্রচেষ্টায় ১৯৫৭ ইংরেজী তারিখে প্রতিষ্ঠা লাভ করে । ১৯৬০ ইংরেজী সনে দাখিল ও ১৯৬২ ইংরেজী সনে আলিম
স্বীকৃতিপ্রাপ্ত হয়ে এযাবৎ অত্যšত্ম কৃতিত্বের সাথে অত্র এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।
বর্তমানে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের নিয়ম অনুযায়ী পাঠদান ও শিড়্গক – কর্মচারীর দৈনন্দিন কার্যক্রম
অব্যাহত আছে।